কচুয়া উপজেলার ১০ নং গোহট উত্তর ও ১নং সাচার ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের তফলি ঘেষনা করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার কচুয়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার কাজী আবু বকর সিদ্দিক ওই দুই ইউনিয়নের উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ২১ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত সাচার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ,আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন ফরাজী, মিজানুর রহমান সর্দার, মিন্নত আলী তালুকদার, যুবলীগ নেতা সেলিম কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: মনির হোসেন, আওয়ামী লীগ নেতা বাকির হোসাইন,যুবলীগ নেতা ছালাউদ্দীন ভূইয়া হিরা, উপজেলা স্বে”ছাসেবক লীগের সভপতি ইঞ্জি: জহিরুল ইসলাম, বিএনপি নেতা আশকর আলী, মো. জামাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন ।
গোহট উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক কবির হোসেন,আওয়ামী লীগ নেতা মো: শাহজাহান প্রধান, যুবলীগ নেতা সাঈদ মোরশেদ পলাশ, মনির হোসেন, মো: সোহাগ মিয়া, বিএনপি নেতা জহিরুল ইসলাম ও মোস্তাফা কামাল। কচুযা উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার কাজী আবু বকর সিদ্দিক জানান জনগনের অংশগ্রহনে ২০ অক্টোবর সবার কাছে গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিবার জন্যে কমিশন দৃঢ়প্রতিজ্ঞ । তাই সকলের সহযোগীতা কামনা করছি।
উল্লেখ্য: মনোনয়ন পত্র জমা ও দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর বুধবার। মনোনয়ন পত্র বাছাই ২৬ সেপ্টেম্বর শনিবার এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর শনিবার, প্রতীক বরাদ্দ ৪ অক্টোবর রবিবার, ভোট গ্রহন ২০ অক্টোবর মঙ্গলবার।
Leave a Reply