কচুয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অবহিতকরন ও পরিকল্পনা সভায় সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সালাহ উদ্দীন মাহমুদ। তিনি জানান আগামী ২৬ সেপ্টেম্বর থেকে দুই সপ্তাহ ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন (২য় রাউন্ড) এ উপজেলার ১২টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ২শত ৮৯টি বিতরণ কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মাঝে বিতরণ করা হবে। যার মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৫হাজার ৯ শত ৪জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৪৭ হাজার ৭শত ৭৮ জন।
অবহিতকরন সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম দিপু ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক বজ্র গোপাল পোদ্দার।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবি: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরন ও পরিকল্পনা সভায় বক্তব্য রাখছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সালাহ উদ্দীন মাহমুদ।
Leave a Reply