“মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তি ভবিষ্যৎ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের উদ্যোগে কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতায় কচুয়া উপজেলা পর্যায়ে আশেক আলী খান স্কুল এন্ড কলেজ শীর্ষ স্থান অর্জন করেছে। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বিজয়ী প্রতিষ্ঠানের নাম ঘোষনা করা হয়।
উল্লোখ :বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২০ এ প্রাথমিক বাচাই পর্বে অনলাইন পরীক্ষার মাধ্যমে ৬০ টি প্রতিষ্ঠানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পর তার মধ্য থেকে ৮ টি প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয় । ৮টি প্রতিষ্ঠানের মধ্যে কুইজ নীতি অনুসারে তিনটি প্রতিষ্ঠানের মেধাক্রমে আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রথম স্থানের গৌরব অর্জন করে। এ অর্জনের জন্য প্রতিষ্ঠানের গবর্নিং বডির সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ড. মহীউদ্দিন খান আলমগীর এমপি মহোদয় ,গবর্নিং বডির সভাপতি যার সুদক্ষ নির্দেশনায় প্রতিষ্ঠান উন্নয়নের শীর্ষস্থানীয় ফলাফলের ধারা অব্যাহত রয়েছে জনাব সিতারা আলমগীর মহোদয় , সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব দীপায়ন দাস শুভ,,প্রতিষ্ঠান সহকারি প্রধান শিক্ষক ও কচুয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম ,উপজেলা একাডেমিক সুপারভাইজার, কুইজে অংশগ্রহনকারী শিক্ষার্থী, প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী অভিভাবক সকলের প্রতি অভিনন্দন, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: মিজানুর রহমান।
ছবি: কুইজে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের সাথে কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান।
Leave a Reply