কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের ১০৮নং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তি দীর্ঘ অনেক বছর যাবত বেদখল রয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কবির হোসেন তার শশুর মো: নুরুল ইসলাম ভুইয়ার ল্যান্ডসার্ভে ট্যাইবুনাল চাঁদপুরে দায়ের করা মামলায় হাজির না হওয়া ও জবাব না দেওয়ায় বিজ্ঞ আদালত মামলাটি একতরফা নুরুল ইসলাম ভুইয়ার নামে বিদ্যালয়ের ১৫ শতক জমি নতুনভাবে বিএসরেকর্ড সংশোধনের রায় প্রদান করে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার এইচএম শাহরিয়া রসুল অবগত হয়ে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কবির হোসেনকে বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় কেন কার্যকর ব্যবস্থা গ্রহন করেনি,যা দায়িত্ব ও কর্তব্য অবহেলার শামিল ও এবং চাকুরী বিধি পরিপন্থি। বিধায় প্রধান শিক্ষক কবির হোসেনর বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবেনা ৭ কার্য দিবসের মধ্যে তার জাবাব দিতে বলা হয়েছে। সদয় অবগতির জন্যে যার অনুলিপি উপ-পরিচালক প্রথমিক শিক্ষা চট্রগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কচুয়া,উপজেলা নির্বাহী অফিসার,চাঁদপুর জেলা প্রথমিক শিক্ষা অফিসারকে দেওয়া হয়েছে।
উল্লেখ: দুর্গাপুর গ্রামবাসীর পক্ষে ইউনুছ মিয়া সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অভিযোগে উল্লেখ করেন ২১নং বিতরা দুর্গাপুর মৌজার ১৩৫৩ বিএস খতিয়ানে সাবেক ১৪৫০ ও হালে ৩২০০ দাগে শ্রেনি স্কুল দেখিয়ে বিএস জরিপে ৩৫ শতাংশ বিদ্যালয়ের নামে রেকর্ডভুক্ত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন ভুইয়ার শশুর দুর্গপুর গ্রামের জিন্নত আলীর ছেলে নুরুল ইসলাম ল্যান্ডসার্ভে ট্যাইবুনাল চাঁদপুরে ১২১৪/২০১৮ মোকাদ্দমা করে। প্রধান শিক্ষক কবির হোসেন ভুইয়া ল্যান্ডসার্ভে ট্যাইবুনাল চাঁদপুরে হাজির না হলে বিজ্ঞ আদালত ২.৭.১৯ খ্রী: একতরফা নুরুল ইসলাম ভইিয়ার নামে ১৫ শতক ভূমি নতুনভাবে বিএস রেকর্ড সংশোধনের রায় প্রদান করেন। তিনি আরো উল্লেখ করেন অভিভাবকদের মতাতমত বা কোন প্রকার সভা আহবান না করে প্রধান শিক্ষক নিজের সুবিধামত পরিচালনা কমিটি গঠনের জন্যে প্রস্তাবনা পাঠিয়েছেন।
Leave a Reply