কচুয়ায় মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়া থানা প্রশাসনের মাঝে করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় কচুয়া থানার অফিসার ইনচার্জ এর কার্যালয়ে করোনা প্রতিরোধক সামগ্রী করোনা প্রতিরোধক চশমা,মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন করোনা প্রতিরোধক সামগ্রী ওসি ওয়ালী উল্লাহর হাতে তুলে দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রধান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নাছির উদ্দিন প্রধান ।
মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদারের পরিচালনায় প্রতিরোধক সামগ্রী বিতরণকালে কচুয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত ইব্রাহীম,কচুয়া উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি প্রানদেব, সমাজসেবক রাসেল মজুমদার,আওয়ামী লীগ নেতা আফাজ উদ্দিন মানিকসাংবাদিক আহসান হাবীব সুমনসহ কচুয়া থানার কর্মরত অফিসারগন উপস্থিত ছিলেন এসময় কচুয়া থানার অফিসার ইনচার্জ মো ঃ ওয়ালী উল্লাহ আব্দুর রশিদ প্রধান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নাছির উদ্দিন প্রধানকে কচুয়া থানা প্রশাসনকে করোনা প্রতিরোধক সামগ্রী প্রদান করায় বিশেষ ধন্যবাদ জানান
ছবি: কচুয়া থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্লাহর নিকট করোনা প্রতিশোধক সামগ্রী বিতরণের একাংশ
Leave a Reply