কচুয়া উপজেলার ১নং সাচার ও ১০ নং গোহট উত্তর পরিষদের উপ-নির্বাচনের তফলি ঘেঅষনা করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার কচুয়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার কাজী আবু বকর সিদ্দিক ওই ইউনিয়নের উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করেন।
ঘোষিত তফসিল অনুসারে ওই দুই ইউনিয়নের মনোনয়ন পত্র দাখিল ২৩ সেপ্টেম্বর, বাচাঁই ২৬ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ দিন ০৩ অক্টোবর এবং ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নে ও ১০নং গোহট উত্তর ইউনিয়নের উপ-নির্বাচনের তারিখ ঘোষনার পর পর ওই দুই ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ভোটারদের মাঝে প্রচার ,প্রচারনা , উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার ও ইনস্টাগ্রামে প্রচারনা শুরু হয়েছে।
প্রসংগত : প্রসংগত: ওই দুই ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত দুই জনপ্রিয় চেয়ারম্যান হাজী আব্দুল হাই মুন্সী ও ওসমান গনি মোল্লার মৃত্যুজনিত কারণে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে।
Leave a Reply