কচুয়ায় কৃষকের মাঝে রোপা আমনের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। ৫ সেপ্টেমবর শনিবার সন্ধ্যায় উজানী মাদ্রসা মাঠে অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্বতিতে বক্তব্য রাখেন সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড.আবদুল মুঈদ বলেছেন বর্তমান কৃষি বান্ধব সরকার খাদ্য উৎপাদন বৃদ্বিতে ব্যাপক কাজ করছে। কৃষিখাতকে এগিয়ে নিতে কৃষি সম্প্রসারন অধিদপ্তর সকলের সহযোগীতায় সম্মিলিতভাবে কাজ করছে। বাংলাদেশকে ক্ষুধা দরিদ্রমুক্ত করতে বঙ্গবন্ধুর সপ্নের বাংলাদেশ গড়তে আমরা সবাই একসাথে কাজ করছি। চাঁদপুরের কচুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে রোপা আমনের চারা ও সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে শনিবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কচুয়া উপজেলা কৃষিসম্প্রসারন কার্যালয়ের আয়োজনে কচুয়া উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত )সুলতানা খানমের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষিসম্প্রসারন অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো: লুৎফর রহমান।ছবি: কচুয়ায় কৃষকের মাঝে রোপা আমনের চারা ও সবজি বীজ বিতরণ করছেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিসম্প্রসারন অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক কৃষিবিদ মো: আব্দুর রশিদ,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: সোফায়েল হোসেন,কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটারিং অফিসার কৃষিবিদ জুলফিকার হায়দার। আলোচনা শেষে কৃষকের মাঝে বিনামূল্যে এক একর রোপা আমন ধানের বীজ তলার চারা ও সবজি বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
ছবি: কচুয়ায় কৃষকের মাঝে রোপা আমনের চারা ও সবজি বীজ বিতরণ করছেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
Leave a Reply