কচুয়ায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর শনিবার উপজেলার তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী মৎস্যজীবী লীগ কচুয়া উপজেলা শাখা কতৃক আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়াল পদ্বতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ। কচুয়া শাখার সভাপতি প্রানকৃষ্ণের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রিয় উপ-কমিটির সদস্য ইমাম হোসেন মজুমদার মেহেদী, পৌর সভার প্যানেল মেয়র কামাল হোসেন অন্তর, পজেলা আওয়ামী লীগের সদস্য আহসান হাবীব প্রাঞ্জল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল ইসলাম টগর, সাধারন সম্পাদক আক্তার হোসেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান, উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা নাছির উদ্দিন, ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি নেতা তাপস চন্দ্র সরকার , সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদল, সৈয়দ রবিউল ইসলাম রাসেল, যুবলীগ নেতা আবু ছালেহ জাফর মৎস্যজীবী লীগ নেতা জসিম উদ্দিন প্রমূখ।
আলোচনা শেষে বিশেষ অতিথি প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ কচুয়া উত্তর ইউনিয়নের আওয়ামী মৎস্যজীবী লীগের কমিটি ঘোষনা করেন ও উম্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতীর মাছের পোনা অবমুক্ত করেন।
ছবি ১: কচুয়ায় মৎস্যজীবী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত রংপুর বেগম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহসহ অতিবিৃন্দ।
Leave a Reply