কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের তুলপাই বেড়িবাঁধ রাস্তা পাকাকরনের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।৫ সেপ্টেম্বর শনিবার সকালে দারাশাহী তুলপাই বাজার সংলগ্ন কুমার বাড়ির পাশে বেড়ি বাধের রাস্তা উপর সহস্রাধিক জনগনের অংশগ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহনকারী স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ জানান, ২০১৬ সালের ২৩ ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খাঁন আলমগীর এমপি তুলপাই বেড়িবাঁধের আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরন কাজের উদ্বোধন করেন। কিন্তু দুঃখের বিষয় উদ্বোধনের পর ঠিকাদার বদল হলেও তুলপাই বেড়িবাঁধ রাস্তা পাকাকরনের কোন অগ্রগতি হয়নি। পূর্বের চেয়েও বর্তমানে রাস্তা বেহাল দশায় পরিনত হয়েছে। ফলে যান ও জন চলাচল দুস্কর হয়ে পড়েছে। স্থানীয় ইউপি সদস্য মো: খাজা বলেন রাস্তার সমস্যার কারনে আমার এলাকার জনগনের ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে।এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন জানান, ইতিপূর্বে চাঁদপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান এপোলো ইঞ্জিনিয়ারিং নিয়মানুযায়ী কাজ না করায় তাকে জরিমানা করে নতুন ভাবে টেন্ডার দিলে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জাবের এন্ড কোং ২৮ জানুয়ারী ২০২০ খ্রী: কাজটি পেয়ে নতুন ভাবে শুরু করে। করোনা মহামারী ও বর্ষা মৌসুমের কারনে কাজ বিলম্বিত হয়। ঠিকাদারী প্রতিষ্ঠানকে দ্রুত সিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন করার জন্যে ইেিতামধ্যে নির্দেশ প্রদান করা হয়েছ। ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আলহাজ্ব মুক্তিযোদ্ধা জাবের মিয়া জানান রাস্তার সকল মালামাল নেওয়া আছে আমরা সাত দিনের মধ্যে কাজ শুরু করব।
ছবি /কচুয়ায় রাস্তা পাকাকরনের দাবীতে মানব বন্ধনের একাংশ
Leave a Reply