কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের ১০৮নং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তি দীর্ঘ অনেক বছর যাবত বেদখল রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির কারনে এ সম্পত্তি বেদখল ও বিদ্যালয়ের আরো কিছু সমস্যা দেখা দিয়েছে উল্লেখ করে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অভিযোগ করা হয়েছে। গ্রামবাসীর পক্ষে ইউনুছ মিয়া অভিযোগে উল্লেখ করেন ২১নং বিতরা দুর্গাপুর মৌজার ১৩৫৩ বিএস খতিয়ানে সাবেক ১৪৫০ ও হালে ৩২০০ দাগে শ্রেনি স্কুল দেখিয়ে বিএস জরিপে ৩৫ শতাংশ বিদ্যালয়ের নামে রেকর্ডভুক্ত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন ভুইয়ার শশুর দুর্গপুর গ্রামের জিন্নত আলীর ছেলে নুরুল ইসলাম ল্যান্ডসার্ভে ট্যাইবুনাল চাঁদপুরে ১২১৪/২০১৮ মোকাদ্দমা করে। ল্যান্ড সার্ভে ট্যাইবুনাল চাঁদপুরে প্রধান শিক্ষক কবির হোসেন ভুইয়া হাজির না হলে বিজ্ঞ আদালত ২.৭.১৯ খ্রী: একতরফা নুরুল ইসলাম ভইিয়ার নামে ১৫ শতক ভ’মি নতুনভাবে বিএস রেকর্ড সংশোধনের রায় প্রদান করেন।
তাছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন অভিভাবকদের মতামত না নিয়ে সম্প্রতি নিজের সুবিধা মত বিদালয়ের পরিচালনা পর্ষদের কমিটি অনুমোদনের জন্যে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে জমা দিয়েছে।এলাকাবাসী জানান প্রধান শিক্ষক কবির ভুইয়ার সুবিধা মত বিদ্যায় পরিচারনা কমিটি ও তার শশুরের বিদ্যালয়ের নামে মামলা সম্পর্কিত ব্যাপারে প্রধান শিক্ষকের যোগসাজেস আছে বলে দাবী করেন। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন ভুইয়া বিদ্যালয়ের সম্পত্তি বেদখলের বিষয়টি স্বীকার করে বলেন সম্পত্তি নিয়ে ল্যান্ডসার্ভে ট্রাইবুনাল চাঁদপুরে মামলায় একতরফা রায় হয়েছে, আমরা তার বিরুদ্বে আপিল করেছি। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের জন্যে অভিভাবকদের নিয়ে কোন সভা হয়েছে কিনা তার সঠিক জবাব দিতে পারেনি।
উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ জানান বিষয়টি তদন্ত করে সরকারি সম্পত্তি রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্যে উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ প্রদান করা হয়েছে।
এলাকবাসী যথাযথ প্রক্রিয়ায় বিদ্যালয়ের কমিটি গঠন ও বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্থক্ষেপ কামনা করেছে। #
Leave a Reply