আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শাহজাহান শিশির তাঁর বিরুদ্ধে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারি প্রকৌশলীর দায়ের করা মামলা ও ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত অপর ্একটি মামলায় জামিন নেওয়ার জন্যে চাঁদপুরের বিজ্ঞ আদালতে হাজির হয়। মঙ্গলবার ২৫ আগস্ট দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে পৃথক দুই মামলার শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেয়।গত ২২ জুন চেয়ারম্যান শাহজাহান শিশিরের বিরুদ্ধে ফেইসবুকে মানহানীকর তথ্য প্রকাশের অভিযোগে চাঁদপুর পৌর এলাকার বাসিন্দা মো. রকিবুল ইসলাম স্বাধীন বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। কচুয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৯ জুলাই নির্মানকাজে অনিয়মের অভিযোগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চাঁদপুরের উপ-সহকারী প্রকৌশলী নুরে আলমকে মারধরের ঘটনায় (জি.আর-১১০/২০২০) মামলা দায়ের করা হয়। মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডঃ হেলাল উদ্দিন, অ্যাড. লতিফ শেখ, অ্যাড. আমান উল্যা এবং বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডঃ চৌধুরী আবুল কালাম আজাদ।এই ঘটনায় গত ২৩ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় চেয়ারম্যান শাহজাহান শিশিরকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার স্থলে প্যানেল চেয়ারম্যান সুলতানা খানমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়।শাহজাহান শিশিরকে সাময়িক বরখাস্তের পর ২৩ জুলাই পৃথক আরেক বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকারি বিভাগ ঘটনার তদন্ত করে প্রতিবেদন প্রেরণ করার জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে নির্দেশ প্রদান করেন। এর পরে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সরেজমিনে ঘটনাটি তদন্ত করেছেন। বর্তমানে ওই তদন্ত প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগে দাখিল করার জন্য অপেক্ষমান রয়েছে।
Leave a Reply