কচুয়া উপজেলার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ ২০২০সালের এস.এস.সি বৃত্তি ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। ২৪ আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা এ ফলাফল ঘোষনা করে। মেধা বৃত্তির ফলাফলে আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে বিভিন্ন বিভাগে সর্বমোট ২৬ জন বৃত্তি পেয়ে কচুয়া উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: মিজানুর রহমান এক প্রতিক্রিয়া বৃত্তি ফলাফলের জন্য মহান রাব্বুল আলাআমীনের নিকট শুকরিয়া আদায় করেন এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চাঁদপুর জেলার প্রথম মুসলিম গ্র্যাজুয়েট মরহুম আশেক আলী খান স্যারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী ,প্রতিষ্ঠানের গভর্ণিংবডির সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য ড. মহীউদ্দিন খান আলমগীর এম.পি মহোদয়, প্রতিষ্ঠানের গভর্ণিংবডির মান্যবর সভাপতি মহীয়শী নারী সর্বজন শ্রদ্ধেয় সিতারা আলমগীর ,বিদ্যোৎসাহী সদস্য ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন , কচুয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সহকারী প্রধান শিক্ষক সুলতানা খানম গভনিং বডির অন্যান্য সদস্যগন, শিক্ষক, কর্মচারী, অভিভাভক ও এলাকাবাসীর নিকট বিশেষ করে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, পাঠ-পরিকল্পনা, সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা, ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মধ্যে নিবিড় সম্পর্কের জন্য এই অর্জন । ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য সবার সার্বিক সহযোগীতা কামনা করেন।
বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হল:
সিমা আক্তার (৫৭৫৪১০) ব্যবসায় শিক্ষা বিভাগ হতে ট্যালেন্টপুলে কুমিল্লা বোর্ডের মেধা তালিকায় ১৩ তম ।বিজ্ঞান বিভাগ সাধারন বৃত্তি প্রাপ্তরা হল: সুমাইযা তাবাসুম মাহি,ফাতেমা তুজ জোহরা লামিয়া,ফারজানা আক্তার কেয়া ,ফাতেমা আইরিন ,ফারজানা আক্তার। মানবিক: সাধারন বৃত্তি : ফাতেমা নাজাত কেয়া ,মীর সামিনা আক্তার ইতি, সাইফুল ইসলাম, ইমন হোসেন রিয়াদ, মো: রাহাত ।ব্যবসায় শিক্ষা:মেধা বৃত্তি :সিমা আক্তার, সাধারণ বৃত্তি: ইসরাত আক্তার, মিস লামিয়া আক্তার,মিস মাযাবি আক্তার , মারুফা আক্তার ,খাদিজা আক্তার, সজিব ,মোঃ ফয়সাল আহমেদ ,নাবিল খান ,মো রিয়াদ রানা, মোঃ ইয়াছিন বেপারি তামিম, কাউছার ,মো :সায়েম মো বোরহান উদ্দিন মিরাজ, মী মো: রাছেল হোসেন রাব্বী ,নাইমুল ইসলাম নাছিম ।
ছবি: কচুয়ার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের উল্লসিত শিক্ষক শিক্ষার্থীর একাংশ
Leave a Reply