রাজশাহীতে গণপূর্ত বিভাগের প্রকৌশলীর ওপর ১৭ আগস্ট সোমবার দুপুর পৌনে ১২টার দিকে এক ঠিকাদার ও তাঁর ব্যবস্থাপক হামলা করেছে। আহত প্রকৌশলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঠিকাদার ও তাঁর ব্যবস্থাপককে পুলিশ আটক করেছে।
আহত প্রকৌশলীর নাম দেলোয়ার হোসেন। তিনি রাজশাহী গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী। আটক হামলাকারীরা হচ্ছেন লিটন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শাহাবুল ওরফে মঞ্জু (৩২) ও তাঁর ব্যবস্থাপক আতিকুর রহমান (৩২)। তাঁদের বাসা রাজশাহী নগরের রানীনগর এলাকায়।
রাজশাহী গণপূর্ত বিভাগের (ডিভিশন-২) নির্বাহী প্রকৌশলী ফেরদৌস শাহনেওয়াজ বলেন, এই ঠিকাদার রাজশাহী পুঠিয়া উপজেলা ভূমি অফিস নির্মাণের কাজ করছেন। এই নির্মাণকাজের প্রাক্কলিত ব্যয় এক কোটি টাকার বেশি। অভিযোগ আছে, এই ঠিকাদার নিম্নমানের মালামাল ব্যবহার করছেন। উপসহকারী প্রকৌশলী বেলায়েত হোসেন তাঁর কার্যালয়ে বসে থাকা অবস্থায় এ নিয়ে বির্তকের একপর্যায়ে তাঁরা তাঁর ওপর হামলা করেন। পরে বুঝতে পেরে কর্মচারীরা হামলাকারীদের আটক করে পুলিশে সোপর্দ করেন।এই কর্মকর্তা আরও বলেন, তাঁদের কার্যালয়ের একটি চেয়ারের পায়া ভেঙে গেছে। টেবিলের কাচ ভেঙেছে। দেলোয়ারের কপালে জখম হয়েছে
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, টেবিলের ভাঙা কাচ দিয়ে প্রকৌশলীর ওপর হামলা করা হয়েছে। আটক ঠিকাদারের বরাত দিয়ে ওসি বলেন, ঠিকাদারের দাবি, তাঁরা নতুন ভবনের নামফলক লাগানোর জন্য সেটা নিতে গিয়েছিলেন। সে সময় প্রকৌশলী বলেছেন, তাঁদের কাজ ঠিকমতো করা হয়নি। এ নিয়ে ঘটনার সূত্রপাত। এই ঘটনায় একটি মামলা হবে। মামলায় আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হবে।বঙ্গবন্ধু ডিপ্লোমা পকৌশলী পরিষদের নেতা উপসহকারি প্রকৌশলী মো: দেলোয়ার হোসেনের উপর ঠিকাদারের হামলার বিষয়ে বঙ্গবন্ধু ডিপ্লোমা পকৌশলী পরিষদ কেন্দ্রিীয় কমিটির সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব বলেন ঠিকাদারকে ঠিকভাবে কাজ করতে বলায় সে আমাদের উপ-সহকারি প্রকৌশলী দেলোয়ারের উপর হামলা করেছে । আমরা সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও ঠিকাদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই ।
Leave a Reply