কচুযায় যথাযথ মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকি পালিত হয়েছে। সকল সরকারি ,আধাসরকারি,স্বায়ত্ত্ব শাসিত প্রতিষ্ঠান,বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার দীয়ন দাস শুভ, পরিষদের পক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম ,ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,কচুয়া থানার পক্ষে ওসি ওয়ালী উল্লাহ,মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক কমান্ডার আ: মবিন পুস্পস্তবক অর্পন করেন। এ সময় উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে ২০জন প্রশিক্ষিনপ্রাপ্ত যুবককে আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে ৮লক্ষ ২০হাজার টাকার চেক বিতরণ করা হয়।
ছবি: জাতায় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের একাংশ ।
জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাংকন,সংগীত,আবৃত্তি,৭মার্চের ভাষন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার করা হয়। পুরস্কার বিতরণ শেষে জুম অ্যাপসের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।
দুপুরে হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।তাছাড়া সকল মসজিদে মিলাদ মাহফিল,দোয়া মুনাজাত এবং সকল মন্দির ও অন্যন্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। কচুয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় জাতীয় শোকদিবস পালিত হয়েছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুবদের মাঝে চেক বিতরণের একাংশ।
Leave a Reply