রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বেসরকারি নির্বাচন পর্যবেক্ষন সংস্থা জানিপপের চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ কচুয়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার জনগনের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। ৯ আগষ্ট রবিবার সকালে প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির পক্ষে কচুয়া উপজেলার সাচার ,পাথৈর ,বিতারা ইউনিয়নের আওয়ামী লীগও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে পৃথক পৃথক ভাবে ঈদের শুভেচ্ছা ও মত বিনিময় করেছেন।
ছবি: আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সাংবাদিক ও দলীয় নেতৃবৃন্দের একাংশ
ওইদিন পৌরসভার করইশ গ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা সফিউল্লাহ প্রধান, সুবিদপুর গ্রামের আওয়ামী লীগ নেতা আমিনুল হক মাস্টার ,পৌর কৃষকলীগের সভাপতি আবুল হোসেন এর কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে আওয়ামী লীগ দলীয় কাযালয়ে দলীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন আমার মামা সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির পরামর্শে আপনাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। বৈশ্বিক পরিস্থিতিতে করোনা ভাইরাসের প্রদুর্ভাবে সমগ্র দেশের ন্যায় আমরা সবাই সচেতনতার সাথে কোভিড-১৯ মোকবেলা করছি। ধৈর্য্য সহকারে এ অবস্থা থেকে আমাদেরকে উর্ত্তীন হতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার,উপজেলা ্আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা, নির্বাহী সদস্য আহসান হাবীব প্রাঞ্জল, আলী আজগর প্রধান, আওয়ামী লীগ নেতা ইমাম হোসেন মেহেদী ,উপজেলা স্ব্ছোসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদল প্রমূখ।
ছবি : কচুয়ায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচায প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহর ঈদ শুভেচ্ছা বিনিময়ের একাংশ
Leave a Reply