কচুয়ায় স্কুল ছাত্রী মিশু হত্যাকান্ডের ঘটনায় উপজেলার কড়ইয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বড়হায়াতপুর এলাকায় আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।৭আগষ্ট সন্ধ্যায় ইউপি সদস্য মো: মানিকের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল।স্কুল ছাত্রী মিশু হত্যার ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার সার্বিক আইন শৃংখলা সমুন্নত রাখা,মাদক ,বাল্য বিবাহ,নারী নির্যাতন ,চুরি ,ডাকাতি ছিনতাই প্রতিরোধে জন সচেতনাতা বৃদ্ধির লক্ষে এ সভার আয়োজন করা হয়। মিশু হত্যাকান্ডের ঘটনায় দ্রুততম সময়ে হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত দুজনকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্যে সভায় ইউপি চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল ও মো: মানিক মেম্বার কচুয়া থানার অফিসার ইনচার্জ মো: ওয়ালী উল্লাহকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান। আগষ্ট মাসের ১২ তারিখ ওই এলাকার ৭১ নং বসাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আইন শৃঙখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা যায়।
মানিক মেম্বারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার, স্কুল শিক্ষক গাজী আ: সোবহান, অ্যাডভোকেট মানিক চন্দ্র সরকার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: শাখাওয়াত হোসেন, মিশুর চাচা বিল্লাল হোসেন, বাসাবাড়িয়া গ্রামের আ: ছাত্তার, হায়াতপুর গ্রামের বসুচন্দ্র সরকার, সুনিল চন্দ্র সরকার, রাজাপুর গ্রামের সুশান্ত প্রমূখ।
প্রসংগত : ৩১ জুলাই দুপুরে উপজেলার কড়ইয়া ইউনিয়নের বড়হায়াতপুর গ্রামের প্রবাসী আবু হানিফের কন্যা জান্নাতুল নাঈমা মিশু বাড়ির পাশের মাঠ থেকে ছাগলের জন্যে ঘাস কাটতে গিয়ে আর বাড়ি ফিরে নি। আত্মীয় স্বজনদের বাড়ি ও বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে শনিবার কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। রবিবার তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার মামলার দুই প্রধান আসামী নুর আলম ও সজিব হোসেনকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।
ছবি:১ কচুয়ার বড়হায়াতপুর গ্রামে আইন শৃংখলা বিষয়ক সভার একাংশ
Leave a Reply