সাময়িকভাবে বরখাস্ত হওয়া কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশিরকে স্বপদে বহাল ও শিক্ষা প্রকৌশল বিভাগের উপ সহকারি -প্রকৌশলী নুর আলমের বিচারে দাবীতে অষ্টম দিনের মত কচুয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। ৭ আগষ্ট শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের প্রসন্নকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারন জনগন মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহন করে।
এসময় সমাবেশে বক্তারা বলেন কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মানে ব্যাপক অনিয়মের ঘটনার প্রতিবাদ করায় কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান শিশিরকে কোন প্রকার শোকজ না করে স্থানীয় সরকার বিভাগ ২৩ জুলাই সাময়িক বরখাস্ত করে। উপজেলা চেয়ারম্যানকে অচিরেই স্বপদে বহাল এবং শিক্ষা প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট উপ-সহকারি প্রকোশলী নুর আলম এবং ঠিকাদার আশরাফুল আলম রনির নির্মান কাজের অনিয়মের সুষ্ঠ তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
সমাবেশে বক্তব্য রাখেন ,ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মমিন সরকার, সাংগঠনিক সম্পাদক মো: মফিজুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাঈদ মোরশেদ পলাশ ,কামাল হোসেন অন্তর, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মোস্তফা প্রধান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদল প্রমুখ।
ছবি:১ কচুয়ার প্রসন্নকাপ এলাকায় মানব বন্ধনের একাংশ
Leave a Reply