কচুয়ায় চাঞ্চল্যকর স্কুল ছাত্রী জান্নাতুল নাঈমা মিশু হত্যা মামলার প্রধান দুই আসামী নুর আলম (২৫)ও সজিব(১৯)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।৪ আগষ্ট মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত দুইজনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। কচুয়া থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্লাহ মঙ্গলাবার প্রেসব্রিফিংএর মাধ্যমে জানান উপজেলার কড়ইয়া ইউনিয়নের বড়হায়াতপুর গ্রামের প্রবাসী আবু হানিফের মেয়ে জান্নাতুল নাঈমা মিশু হত্যা মামলার প্রধান দুই আসামী একই গ্রামের মনির হোসেনের ছেলে নুর আলম ও আমির হোসেনের ছেলে সজিব হোসেনকে সোমবার গ্রেফতার করা হয়েছে। স্কুল ছাত্রী জান্নাতুল নাঈমা মিশু শুক্রবার বাড়ির পাশে বিলে তার ছাগলের জন্যে ঘাস কাটতে গেলে শ্বাসরোধ করে হত্যা করে তার লাশ গুম করার উদ্দেশ্যে বাড়ির পাশের বিলের মধ্যে হেলেঞ্চা ঘাসের নিচে ডুবিয়ে রাখা হয়। নিখোঁজের ৩দিন পর রবিবার তার মরদেহ বিলের মধ্য থেকে উদ্ধার করা হয়। ওই দিন স্কুল ছাত্রী মিশুর মা ফাতেমা বেগম কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
এদিকে ৪ আগস্ট মঙ্গলবার চাঁদপুর এমএ খালেক স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থী ওই বিদ্যালয়ে অধ্যয়নরত নবম শ্রেনিরা ছাত্রী মিশু হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন করেছে ।
প্রসংগত: শুক্রবার দুপুরে উপজেলার কড়ইয়া ইউনিয়নের বড়হায়াতপুর গ্রামের প্রবাসীআবু হানিফের কন্যা মিশু বাড়ির পাশের মাঠ থেকে ছাগলের জন্যে ঘাস কাটতে গিয়ে আর বাড়ি ফিরে নাই। আত্মীয় স্বজনদের বাড়ি ও বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে শনিবার কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়।
ছবি: কচুয়ায় স্কুল ছাত্রী জান্নাতুল নাঈমা মিশু হত্যা মামলার গ্রেফতারকৃত প্রধান দুই আসামী , পাশে খালে ভাসমান মিশুর মরদেহ
Leave a Reply