কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাইফ্লো অক্সিজেন ক্যানোলা ও অক্সিজেন সরবরাহকারী সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে।২ আগষ্ট রবিবার ভিডিও কনফেরান্সের ম্ধ্যামে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন । কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড.সেলিম মাহমুদ করোনায় আক্রন্ত মূমূর্ষ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হাইফ্লো অক্সিজেন ক্যানোলা এবং ১১টি ফুল সেটসহ ২১টি অক্সিজেন সরবরাহকারী সরঞ্জাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সালাউদ্দিন মাহমুদের কাছে হস্তাস্তর করেন। প্রধান প্রতিথির বক্তব্যে ড.সেলিম মাহমুদ বলেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় একটি মহল অপপ্রচার করেছে বাংলাদেশে বহুলোক মারা যাবে। কিন্তু আমাদের প্রধান মন্ত্রী অতন্দ্র প্রহরীর মত প্রতিটি মানুষের জন্যে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা বেচেঁ থাকলে বাংলাদেশ নিরাপদ।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ছিলেন,উপজেলা আওয়ামী লীগের আইয়ুব আলী পাটওয়ারী, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন নাহার ভুইয়া, আমির হোসেন,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,চাঁদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: আহসান উল্লাহ,পেল আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন ভুইয়া,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান,কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম শামীম প্রমূখ।
অনুষ্ঠানের পূর্বে ছাত্রলীগের নেতাকমীগন মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে ড.সেলিম মাহমুদকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
ছবি: কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাইফ্লো অক্সিজেন ক্যানোলা এবং অক্সিজেন সরবরাহকারী সরঞ্জাম সরবরাহ করছেন ড.সেলিম মাহমুদ।
Leave a Reply