চাঁদপুর জেলার প্রথম মুসলিম গ্রাজুয়েট প্রয়াত আশেক আলী খানের ৪৬তম মৃত্যুবার্ষিকি কচুয়ায় পালিত হয়েছে। ২৮জুলাই মঙ্গলবার এ উপলক্ষে গুলবাহারে মরহুমের প্রতিষ্ঠিত আশেক আলী খান স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে কুরআন খতম, কবর জিয়ারত ,মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ভার্চুয়াল পদ্ধতিতে দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহন করেন প্রধান অতিথি সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি, প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি সিতারা আলমগীর, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কলামিষ্ট অধ্যাপক ড.মুনতাসীর মামুন। আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমানের সভাপ্রধানে সংক্ষিপ্ত আয়োজনে দোয়া মিলাদে অংশ গ্রহন করেন প্রতিষ্ঠানের শিক্ষক কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত)সুলতানা খানমসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। দোয়া মুনাজাত পরিচালনা করেন আশেক আলী খান স্কুল এন্ড কলেজের মসজিদের খতিব মাওলানা সিহাব উদ্দিন।এসময় গভর্নিং বডির সভাপতি সিতারা আলমগীর ঈদুল আজহা উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মাঝে ঈদের উপহার প্রদান করেন। অধ্যক্ষ মো: মিজানুর রহমান গভর্নিং বডির সভাপতিকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সভাপতি ও উনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করেন।
ছবি: কচুয়ায় চাঁদপুর জেলার প্রথম মুসলিম গ্রাজুয়েট প্রয়াত আশেক আলী খানের মৃত্যুবার্ষিকি উপলক্ষে দোয়া মুনাজাত ও কবর জিয়ারতের একাংশ
Leave a Reply