কচুয়া উপজেলায় স্কুল ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে এই দাবি করে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ। অনিয়মের প্রতিবাদ করায় কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান শিশিরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং কাজের অনিয়মের তদন্তের দাবিতে বিক্ষোভ করেছে । বৃহস্পতিবার দুপুরে কচুয়া উপজেলার ঘাগড়া,আকানিয়া মোড় ও কচুয়া উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সম্মুখে এই মাননবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তরা উল্লেখ করেন কচুয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভবন নির্মানে ব্যাপক অনিয়মের ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের উপ-সহকারি প্রকোশলী নুর আলম ১৮ জুলাই কাজ পরিদর্শনে গেলে স্থানীয় জনরোষে পরে । সংবাদ পেয়ে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির প্রকোশলীকে জনরোষ থেকে রক্ষা করতে ঘটনাস্থলে পৌছে প্রকোশলী ও ঠিকাদারকে উদ্বার করে।
এঘটনায় স্বড়যন্ত্রমূলকভাবে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরকে প্রধান আসামী করে কচুয়া থানায় প্রকোশলী বাদী হয়ে মামলা দায়ের করে। আমরা এই মিথ্যা মামলার প্রত্যাহার ও কাজের অনিয়মের সুষ্ঠ তদন্ত দাবী করেছি।
ছবি: কচুয়ায় স্কুল ভবন নির্মানে অনিয়ম ও মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধনের একাংশ।
Leave a Reply