কচুয়া উপজেলার সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নব-নিয়োগপ্রাপ্ত শিক্ষক আলমগীর হোসেন মোল্লা আনুষ্ঠানিক ভাবে বিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করেছেন। ২৩ জুলাই বৃহস্পতিবার সকালে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মনির হোসেনের কাছে যোগদানের আবেদন আনুষ্ঠানিকভাবে জমা দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লক্ষণ চন্দ্র দাসের কাছ থেকে তিনি প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লক্ষণ চন্দ্র দাস, পরিচালনা পর্ষদের সদস্য মিন্নত আলী তালুকদার, সাবেক প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু, বিদ্যালয়ের শিক্ষক গনেশ চন্দ্র ধর, মো. শাহজাহান, গিয়াসউদ্দীন, নুরুল আমিন।
এক প্রতিক্রিয়ায় যোগদানকৃত প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা বলেন, বিদ্যালয়ের ঐতিহ্য সুনাম ধরে রাখার জন্যে আমি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সদস্য এবং এলাকাবাসী সহ সকলের সহযোগীতা কামনা করছি।
প্রসংগত : ২১ জুলাই দ্বিতীয় বার প্রধান শিক্ষক পদে পুন:নিয়োগ পরীক্ষায় সহকারি প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা সর্বাধিক ৩২.৫ মার্কস পেয়ে প্রথম স্থান লাভ করেন। এর পূর্বে ২০ জুন প্রথম বার একই পদে নিয়োগ পরীক্ষায় তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আলাউদ্দিন সোহগ ৩২.৫ নাম্বার পেয়েছিল। পরবর্ততে বিদ্যালয় কতৃপক্ষ সে পরীক্ষা বাতিল করে।
ছবি: সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করছেন আলমগীর হোসেন মোল্লা।
Leave a Reply