1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন

কচুয়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রকৌশলীকে মারধরের অভিযোগে মামলা

  • আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ১৩৯১ বার পড়া হয়েছে

কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান শিশিরের বিরুদ্ধে উপসহকারী প্রকৌশলীকে মারধরের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজহার মর্মে জানা গেছে রবিবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুর অঞ্চলের উপসহকারী প্রকৌশলী নুর আলম ঠিকাদার রনিকে সাথে নিয়ে কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের নির্মান কাজ দেখতে যায়। উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভসহ বিদ্যালয়ে কাজ পরিদর্শনে যায়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান শিশির ঘটনাস্থলে পৌছে দায়িত্বশীল উপসহকারী প্রকৌশলী নুর আলমকে অকথ্য ভাষায় গালমন্দ করে এক পর্যায়ে নাকে ,মুখে কিল ঘুষি মারে বলে এজহারে উল্লেখ করা হেেয়ছে। এঘটনায় উপসহকারী প্রকৌশলী নুর আলম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান শিশিরসহ তিনজনকে এজহার নামীয় ও অজ্ঞাত ১৫/২০জনকে বিবাদী করে রবিবার রাতে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেছে।
এ বিষয়ে জানতে চাইলে কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির বলেন জননেত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে শিক্ষার মান উন্নয়নে কাজ করছেন।তিনে কচুয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবনের জন্যে ৬কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্ধ দিয়েছেন।ঠিকাদার ও প্রকৈৗশলী যোগসাজোশে মানহীন পাথর,সিলেকসিন বালি দিয়ে রাতের অন্ধকারে ছাদ ঢালাই দিয়েছে।প্রধান শিক্ষক আমাকে বিষয়টি অবহিত করলে আমি অনিয়ম দেখে কাজ বন্ধ রাখতে বলেছি। দায়িত্বপ্রাপ্ত উপ প্রকৌশলী নুর আলমকে কাজের অনিয়মের বিষয়ে জানতে চাইলে সে সদুত্তর দিতে পারেনি। আমি কাজের অনিয়মের উপর সুষ্ঠ তদন্ত দাবী করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার