বিতর্কিত প্রতারক ব্যবসায়ী মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম বোরকা পরে নৌকায় করে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় ১৫ জুলাই বুধবার ভোর পাঁচটায় র্যাবের হাতে ধরা পড়েছে। মহামারীর মধ্যে চিকিৎসার নামে প্রতারণা আর জালিয়াতির মামলায় এক সপ্তাহ ধরে পলাতক রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদকে দেবহাটা সীমান্তবর্তী কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর থেকে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বোরকা পরে সীমান্ত অতিক্রম করার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ সাহেদকে গ্রেপ্তার করে । কিছু ক্ষনের মধ্যে তাকে হেলিক্যাপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। র্যাব সদর দপ্তরের পরিচালক গোয়েন্দা লেপ্টেন্যোন্ট কর্নেল সরোয়ার বিন কাশেমের নেতৃত্বে ৫৯ মামলার আসামী সাহেদকে একটি বিদেশী পিস্তলসহ গ্রেফতার করা হয়। তাকে র্যাবের সদরে দপ্তরে নেওয়া হচ্ছে। বেলা ১টায় র্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান হবে।
গ্রেফতারের পর হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। বিপুল সংখ্যক সংবাদকর্মী তখন পুরাতন বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
“বোরকা পরিহিত অবস্থায় নৌকায় করে পাশের দেশে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।”সাহেদের কাছে গুলিসহ একটি ‘অবৈধ অস্ত্র’ পাওয়া গেছে জানিয়ে এই র্যাব কর্মকর্তা বলেন, “এ বিষয়ে দেবহাটা থানায় অস্ত্র আইনে একটি মামলা হবে।”
Leave a Reply