বাংলাদেশে করোনা ভাইরাসের ১২৯তম দিনে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৯০ হাজার ছাড়িয়ে গেল, সেই সঙ্গে সুস্থ হওয়া রোগীর সংখ্যা লাখ পেরিয়ে যাওয়ার খবর দিল সরকার। কোভিড-১৯ হাসপাতালে ৭০ শতাংশ শয্যাই খালি
যেখানে জট লেগে থাকত, সেখানে ‘নমুনার অভাবে’ পরীক্ষাই বন্ধ
স্বাস্থ্য অধিদপ্তর থেকে জনা যায় মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ১৬৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াচ্ছে ১ লাখ ৯০ হাজার ৫৭ জনে।
গত এক দিনে আরও ৩৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। তাতে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৪২৪ জন।
আইইডিসিআরের ‘অনুমিত’ হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ হাজার ৯১০ জন রোগী সুস্থ হয়েছে গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা ১ লাখ ৩ হাজার ২২৭ জন হল।স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা ১৪ জুলাই মঙ্গলবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য তুলে ধরেন।
Leave a Reply