কচুয়ায় নতুন ৪জনসহ এ পর্যন্ত ৪৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে,মৃত্যুবরন করেছে ৬জন।৬জুলাই সোমবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সালাউদ্দিন আহমেদ জানান এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৪৫ জনের মধ্যে ৬জন মৃত্যু বরন করেছে। নতুন করোনা পজেটিভ শনাক্তরা হল : কড়ইয়া ইউনিয়নের মৃত হাফেজ আ: সালাম,পলাশপুর ফরিদা মঞ্জিলে বসবাস কারী তাসলিমা খানম,সাচার এলাকার আজিজুর রহমানের ছেলে তুসার রহমান ও প্রসন্নকাপ গ্রামের আ: হাকিমের ছেলে সুমন মিয়া। মৃত ৬জনের মধ্যে মহিলা ১জন ও পুরুষ ৫জন। ৬ জুলাই পর্যন্ত ২শত৮৭ জনের রিপোর্ট পাওয়া গেছে।মৃত ৬জন ছাড়া বাকী সবাই হোমকোয়ারেন্টাইনে সুস্থ্য রয়েছে। আক্রান্ত ৩৯ জনের মধ্যে পুরুষ ২৯জন মহিলা ১১জন।
কড়ইয়া ইউনিয়নের সাহেদাপুর মজুমদার বাড়ির হাফেজ আ: সালাম করোনায় আক্রান্ত হয়ে ৫ জুলাই রবিবার মারা যায়। সোমবার কচুয়া থানার ওসি ওয়ালী উল্লাহ অলির নির্দেশনায় সেকেন্ড অফিসার এসআই তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সাহেদাপুর মজুমদার বাড়ি লক ডাউন করে দেয়।তাছাড়া একই ইউনিয়নের নলুয়া পাটওয়ারী বাড়ির মজিবুর রহমান ঢাকায় করেনায় আক্রান্ত হয়ে রবিবার রাতে বাড়ি আসলে সোমবার তার বাসস্থান লকডাউন করে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক আলমগীর তালুকদার ,মেডিকেল অফিসার ডা: রাকিবুল ইাসলাম কচুয়া থানার,এসআই লিলুছুর রহমান।
ছবি: কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের সাহেদাপুর মজুমদার বাড়ি ও নলুয়া পাটওয়ারী বাড়ি লক ডাউনের একাংশ
Leave a Reply