কচুয়ায় এ পর্যন্ত ৪১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে,তার মধ্যে মারা গেছে ৫জন ।মৃত ৫জনের মধ্যে মহিলা ১জন ও পুরুষ ৪জন। ৫ জুলাই রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সালাউদ্দিন আহমেদ জানান কচুয়ায় এ পর্যন্ত ২শত৮৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে,তার মধ্যে ২শত৭৯টি রিপোর্ট পাওয়া গেছে।পজেটিভ ৪১জন, বাকী সবাই নেগেটিভ।
আক্রান্ত ৩৬ জনের সবাই হোম কোয়রেন্টাইনে সুস্থ্য রয়েছে। আক্রান্ত ৩৬ জনের মধ্যে পুরুষ ২৬জন মহিলা ১৫জন। আক্রান্তের হার শতকরা ১৪.৬ভাগ। পজেটিভ রিপোর্টের বিবেচনায় মৃত্যুর হার শতকরা ১২.১১ ভাগ।
বয়স বিবেচনায় আক্রান্ত ২১-৩০ বছরের মধ্যে ৯জন, ৩১-৪০ বছরের মধে ১৪জন, ৪১-৫০ বছরের মধে ৪জন, ৫১-৬০ বছরের মধে ৪জন, ৬১-৭০ বছরের মধে ৩জন, ৭১-৮০ বছরের মধে ০জন, ৮১-৯০ বছরের মধে ১জন, ৯১-১০০বছরের মধে ১জন।
করোনায় আক্রান্ত ৩৬ জনের মধ্যে ৯ জনের দ্বিতীয়বার পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। করোনা শনাক্তদের তালিকা ৬ জুলাই প্রকাশ করা হবে।
Leave a Reply