কচুয়ায় নতুন করে ১ পুলিশ সদস্য ,১ নার্সসহ ৪জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।এ পর্যন্ত কচুয়ায় ৪০জনের করোন শনাক্ত হয়েছে। কচুয়া থানার এসআই আমজাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স রেনু বেগম,পলাশপুর ফরিদা মঞ্জিলের সুমাইয়া আক্তার ও বুধুন্ডা গ্রামের আ: মান্নান (দ্বিতীয়বার) করেনা পজেটিভ শানক্ত হয়েছে। ২৯ জুন সোমবার কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। পৌরসভার পলশপুর ফরিদা মঞ্জিলের প্রয়াত দেলোয়ার মাষ্টারের কন্যা সুমাইয়া আক্তারসহ একই পরিবারের ৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হল।সম্প্রতি ওই পরিবারের স্কুল শিক্ষক জাহাঙ্গীর আলম সুমন,তার স্ত্রী স্কুল শিক্ষিকা ও শিশু সন্তানের করোনা পজেটিভ শনাক্ত হওয়ায় এক পরিবারের ৪ সদস্য নিজেদের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স রেনু বেগমকে হাসপাতালের করোনা ইউনিটে রাখা হয়েছে,পুলিশ সদস্য এসআই আমজাদ হোসেন পৌরসভার বাসস্থানে হোমকোয়ারেন্টাইনে আছে।বিতারা ইউনিয়নের বুধুন্ডা গ্রামের আ: মান্নান তার বাড়িতে পূর্ব থেকে হোমকোয়ারেন্টাইনে রয়েছে।
কচুয়ায় এ নিয়ে ৬ পলিশ সদস্যের ২দুইজন সুস্থ্য হয়ে কাজে যোগদান করেছে। বাকী ৪জন হোমকোয়ারেন্টাইনে ্আছে।
কচুয়ায় এ নিয়ে কেরোনা পজেটিভ শনাক্ত৪৪ জনের মধ্যে এ পর্যন্ত ৬ জনের করোনা রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে এবং তারা সুস্থ হয়ে বাড়িতে অবস্থান করছে এবং মৃতের সংখ্যা দাড়িয়েছে ১০ জন্য।
Leave a Reply