চাঁদপুরে অপহরণ হওয়া যুবকসহ ১ অপহরণকারীকে আটক করেছে মডেল থানা পুলিশ। ২৪ জুন মঙ্গলবার বিকেলে মডেল থানা পুলিশের পক্ষ থেকে আটক জিহান (১৯) কে উপস্থিত করে প্রেসব্রিফিং করা হয়। আটক জিহান শহরের চিত্রলেখা এলাকার শহীদ রেহানবাগ সড়কের শহীদ রেহান হোসেন কালুর ছেলে।
মডেল থানা পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদে শহরের চিত্রলেখার মোড়ের আদর্শ মুসলিম পাড়ার মাদক ব্যবসায়ী ভ্যারাইটিজ রাসেলের বাসা থেকে অপহরন হওয়া যুবক জহির মোল্লা (২৫) কে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে এ ঘটনায় জহির মোল্লা বাদী হয়ে ৪ জনের নামসহ মোট ৮ জনের বিরুদ্ধে একটি অপহরনের মামলা দায়ের করলে উপ পরির্দশক ইসমাইল হোসাইন ও সংঙ্গীয় ফোর্স নিয়ে জিহান (১৯) নামের এক অপহরনকারীকে আটক করে।
চাঁদপুর মডেল থানার ওসি মোঃ নাসিম উদ্দিন জানান, পলাতক অপহরণকারীদের আটকের চেষ্টা চলছে।
চাঁদপুর থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ বিপ্লব সরকার
Leave a Reply