চাঁদপুর জেলায় আরো ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে বুধবার। এর মধ্যে শুধু শাহরাস্তিরই ১৭জন, চাঁদপুর সদরের ১৩জন এবং হাইমচরের ২জন।নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর ও শাহরাস্তি ও কচুয়াতে উপসর্গে মৃত ৩জন রয়েছেন। বুধবার সকালে সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৫২ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৪৯ জন।এদিকে শাহরাস্তিতে করোনার ছোবল থেকে রেহাই পাচ্ছেন না পুলিশ জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীসহ অনেকেই। সম্প্রতি ওই উপজেলার বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যান করোনায় আক্রান্ত হয়েছেন এবং একজন মারা গেছেন।চাঁদপুে ালায় বর্তমানে করোনায় আক্রান্ত ৬৫২ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৬৭ জন, শাহরাস্তিতে ৮৪ জন, মতলব দক্ষিণে ৭৪ জন, হাজীগঞ্জে ৬৬ জন, ফরিদগঞ্জে ৬৩ জন, হাইমচরে ৩৬ জন, মতলব উত্তরে ৩৩জন ও কচুয়ায় ২৯জন।জেলায় মোট ৪৯জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : হাজীগঞ্জে ১৪জন, চাঁদপুর সদরে ১৩জন, ফরিদগঞ্জে ৬জন, কচুয়ায় ৫জন, মতলব উত্তরে ৫জন, দক্ষিণে ২জন ও শাহরাস্তিতে ৪জন ।
চাঁদপুর থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ বিপ্লব সরকার
Leave a Reply