কচুয়ায় ইউনি হেলথ ওষুধ কোম্পানীর মেডিকেল রিপ্রেজেনটেটিভ আ: হাকিম(৩২) বুধবার সকালে সর্দি,জ্বর,কাশি ও শাসকষ্টের উপসর্গ নিয়ে মারা গেছে।২৪ জুন বুধবার সকালে তার শ্বাস নিতে কষ্ট হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান বাসাতেই সে মারা গিয়েছে।আ: হাকিমের বাসস্থান সরকারি হাসপাতালের দক্ষিনে বকাউলের বাড়ি পুলিশ লকডাউন করে দিয়েছে। তার শশুর কামাল হোসেন জানান বরিশাল জেলার মুলাদি উপজেলার কাজীরচর গ্রামের বাসিন্দ আ: হাকিমের মরদেহ তার গ্রামের বাড়িতে দাফন করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়াত আ: হাকিমের নমুনা সংগ্রহ করেছে। কচুয়ায় এ নিয়ে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০ জন মারা গেল। মৃত ১০জন করোনা পজেটিভ শনাক্তকারী: সাবেক সরকারি কর্মকর্তা ছায়েদ আলী মিয়া,ইউপি চেয়ারম্যান হাজী আ: হাই মুন্সি, মনপুরা গ্রামের মৃত হাফেজ জাকারিয়া সুমন,পালগিরি গ্রামের মৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহদাত হোসেন মানিক,তার মৃত বাবা বাচ্চু মিয়া ও মা ফজিলাতুন নেসা,মুক্তিযোদ্ধা রুহুল আমিন,নোয়াগাঁও গ্রামেরআ: মজিদের ছেলে এনামুল হকা,মাঝিগাছা গ্রামের আ: জলিল, ওষুধ কোম্পানীর মেডিকেল রিপ্রেজেনটেটিভ আ: হাকিম।
কচুয়ায় ৩২জন করোনা পজেটিভ শনাক্তরা হল: কচুয়ায় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: জয়নাল আবেদিন,নতুন করে দুই পুলিশ কনস্টেবল মো: তৈয়ব আলী, জাফর ইকবাল,পৌরসভার পলাশপুরের স্কুল শিক্ষক একেএম জাহাঙ্গীর হোসেন সুমন,তার স্ত্রী স্কুল শিক্ষিকা শামিমা ইয়াসমিন,আশ্রাফপুরের কৃষি ব্যাংক কর্মকর্তা হোচ্ছাম হায়দার,ইউপি চেয়ারম্যান প্রয়াত হাজী আ: হাই মুন্সি,চেয়ারম্যানের স্ত্রী মমতাজ বেগম, ইউপি সদস্য মো: আলমগীর,তালতলী গ্রামের মোজাম্মেল হক পংকির,আকিয়ারা গ্রামের আবু ছালেহ,পৌরসভার মাছিমপুরের জাহাঙ্গীর মল্লিক, সাংবাদিক রাকিবুল হাসান,পুর্বের ৩ পুলিশ সদস্য, ২ নার্স -আয়া,১মেডিকেল ডেন্টাল টেকনোলজিষ্ট(নেগেটিভ),২ ইউপি সচিব,১ ওষুধ বিক্রেতা, ডুমুরিয়া গ্রামের ফরহানা আক্তার রুনা, ওষুধ কোম্পানীর প্রতিনিধি রিয়াজ,বুধুন্ডা গ্রামের আ: মান্নান,পদুয়া গ্রামের ফেরদৌসী আরা মুক্তা, কোয়াচাঁদপুর গ্রামের মনির হোসেন(৭০),উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম(নেগেটিভ), মৃত হাফেজ জাকারিয়া সুমন,মৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহদাত হোসেন মানিক,তার মৃত বাবা বাচ্চু মিয়া ও মা ফজিলাতুন নেসা, করোনা পজেটিভ শনাক্ত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী কচুয়ায় করোনা শনাক্তের জন্যে ২শত৫৩জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে পজেটিভ ২৯জন ,অপেক্ষমান ৪৬। ১৩ জুন থেকে ২৪জুন পর্যন্ত ১২দিনের কোন করোনার রিপোর্ট স্বাস্থ্য কমপ্লেক্সে আসেনি।
কচুয়ার বাহিরে ঢাকা,চাঁদপুর,শাহরাস্তি ও কুমিল্লায় সেসব আক্রান্ত রোগী করোনার পরীক্ষা করেছে তা উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে যোগ করা হয়নি।
ছবি: কচুয়ায় করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া আ: হাকিমের মরদেহ
Leave a Reply