কচুয়া পৌরসভার বাসিন্দা চাঁদপুর জেলা বিএমটিপি’র সাধারন সম্পাদক ,উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও মেডিকেল টেকনোলজিষ্ট (ডেন্টাল) মানিক মজুমদার সেহোগের করোনা নেগেটিভ হয়েছে। স্নেহস্পদ সোহাগের করোনা পজেটিভ শনাক্ত হওয়ার সংবদটি পাওয়ার পর তাঁর সাথে যোগযোগ হয় মোবাইল ফোনে । বিভিন্ন সিময়ে চিকৎসাসেবার পরমর্শ,বাড়িতে আইসোলেশনে থাকা ,বাড়িতে বাবা মা স্ত্রী সন্তান ছাড়া একা থাকা, সন্তানের মত সব বিষয়ে শেয়ার করত। ২১ জুন রবিবার সংবাদ আসে করোনা নেগেটিভ।এবার করোনকে জয় করে আবার নিজের পেশায় ফিরে আসার অপেক্ষা। সোহাগের বাবা মায়ের কাছে সে সন্তান,আবার তার সন্তানটির নিকট সে বাবা। পরিবারে সবাইকে অনুভব করা এটি পারিবারিক শিক্ষা ।মানিক মজুমদার সোহাগ বলেন আমি চার বার করোনা শাক্তের জন্যে নমুনা প্রদান করি। চতুর্থ দফায় করোনার নমুনা দেওয়ার জন্যে বাসা থেকে বের হয়ে হাসপাতালে যেতে হয়েছে। এ নিয়ে কিছু লোক আমার বাসার বাহিরে যাওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আমি সচেতন নাগরিক, চিকিৎসা পেশার রোগ নির্নয় রোগ করার মুল স্তরে আমরা মেডিকেল টেকনোলজিষ্টারা শতভাগ ঝুঁকি নিয়ে কাজ করি। আমাকে বিভ্রত বা মনবল কমিয়ে দেওয়ার জন্যে যারা এমন কাজটি করেছে তাদের প্রতি আহবান মুল বিষয়টি না জেনে ফেসবুকে আমার মত কারো বিরুদ্বে স্ট্যাটাস দিয়ে ছোট করার অচেষ্টা ভাল শিক্ষা নয়। সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা এ মহামারী করোনায় কেউ যেন আক্রান্ত না হয়। কেউ আক্রান্ত হলে আক্রান্ত ব্যাক্তির প্রতি সবার সহানুভ’তি ,সুপরামর্শ কামনা করি। পরিশেষে আমার মা,বাবা,আত্মীয়স্বজন,আমার সকল সংগঠনের সহকর্মী যারা আমাকে সাহস যুগিয়েছে তাদের প্রতি আমি আমার পরিবার কৃতজ্ঞ। সৃষ্টিকর্তা সবাইকে ভাল রাখুক। আসুন সবাই বৈশ্বিক পরিস্থিতিতে করোনা ভাইরাস কোভিড -১৯ এর হাত থেকে রক্ষা পেতে নিয়ম মেনে জীবন যাপন করি।
ছবি: পরিবারের সদস্যদের সাথে মানিক মজুমদার সোহাগ পাশে সর্বশেষ করোনা নেগেটিভের রিপোর্ট
Leave a Reply