বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকি উপলক্ষে কচুয়া উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির ব্যাপক বৃক্ষ রোপন কর্মসূচি গ্রহন করেছে। শত প্রতিকূলতার মাঝে ও আত্মতুষ্ট হয়ে সকলেই আগামী দিনের একটি সুন্দর স্বপ্ন দেখছি।সে স্বপ্নকে বাস্তবায়ন করার প্রথম শর্ত নিজে বেঁচে থাকা ও অন্য সকলকে বাচিয়ে রাখা। মানুষ ও জীববৈচিত্রে বেঁচে থাকার আর একটি অপরিহার্য অংশহল পরিবেশ। পরিবেশ যদি তার নিদিষ্ট অবয়বে বাঁচতে না পারে তাহলে সারা পৃথিবীতে একটি প্রাণী ও বাঁচতে পারবেনা। তাই সকলে এক সাথে এগিয়ে নিজেরা বাঁচি ও পরিবেশকে রক্ষা করি। এই বর্ষা মৌসুমই হল নতুন নতুন গাছ লাগানোর উপযুক্ত সময়। কচুয়া উপজেলার ক্লাব,সমিতি,সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংঘ এনজিও ,দাতব্য সংস্থা, পাড়া বা মহল্লার যে কোন প্রতিষ্ঠান গাছ লাগানোর ইচ্ছা পোষন করলে প্রতিষ্ঠানের প্যাডে সভাপতি ও সাধারন সম্পাদক ¯া^াক্ষরিত আবেদেনের মাধ্যমে গাছের চারা সংগ্রহ করতে পারবে।
তবে শর্ত থাকে যে গাছ প্রদান করার পর উক্ত গাছগুলো অবশ্যই গ্রামীণ সড়ক অবকাঠামোর রাস্তায় রোপন করতে হবে। গাছের সকল পরিচর্যা নিজেদের বহন করতে হবে। গাছ লাগানোর পর প্রথম দুই বছর গরু, ছাগল বা অন্য প্রাণীদের হাত থেকে গাছকে রক্ষা করার সকল ব্যবস্থা নিজেদের করতে হবে।
এইসব গাছ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকি উপলক্ষে জননেত্রী শেখ হাসিনা উপহার যা আমাদের প্রান প্রিয় নেতা সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এপি’র পক্ষ থেকে কচুয়া উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শশির বিতরণ করবেন। ফলজ, বনজ, ও ওষধি গাছের ১৪ প্রকার চারা বিতরণ করা হবে। যা হল মেহগনি,পেয়ারা,কদবেল,আমলকী,জাম্বুরা,নিম,বয়রাঅর্জুন,চালতা,আনার ,কালজাম, তেতুল ,জলপাই ও হরতুকি ।
গাছের চারার জন্যে কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে প্রতিষ্ঠানের প্যাডে আবেদন করতে হবে। প্রয়োজনে ০১৭১১-৩৪০০০১ নাম্বারে সরাসরি যোগাযোগ করে তথ্য বা পরামর্শ নেওয়া যাবে।
প্রসংগত: ইতিপূর্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান শিশির সমগ্র উপজেলায় প্রায় ১লক্ষ ফলদ,বনজ ও ওষুধি গাছ লাগিয়ে প্রশংসিত হয়েছে। যা কচুয়ার বিভিন্ন অঞ্চলের রাস্তা বা শিক্ষা প্রতিষ্ঠানে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে আমাদের নির্মল অক্সিজেন গ্রহনের গ্রহনের পাশাপাশি অর্থিকভাবে লাভবান করতে সহায়তা করছে। তাছাড়া গত বছর প্রকৃতিক দুর্যোগ যেমন বজ্রপ্রাত থেকে রক্ষা পেতে প্রায় পাঁচ হাজার তালের বীজ সংগ্রহ করে লাগানো হয়েছে।
প্রসংগত: ইতিপূর্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান শিশির সমগ্র উপজেলায় প্রায় ১লক্ষ ফলদ,বনজ ও ওষুধি গাছ লাগিয়ে প্রশংসিত হয়েছে। যা কচুয়ার বিভিন্ন অঞ্চলের রাস্তা বা শিক্ষা প্রতিষ্ঠানে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে আমাদের নির্মল অক্সিজেন গ্রহনের গ্রহনের পাশাপাশি অর্থিকভাবে লাভবান করতে সহায়তা করছে। তাছাড়া গত বছর প্রকৃতিক দুর্যোগ যেমন বজ্রপ্রাত থেকে রক্ষা পেতে প্রায় পাঁচ হাজার তালের বীজ সংগ্রহ করে লাগানো হয়েছে।
Leave a Reply