কচুয়া পৌর বাজারে মিতা জুয়েলার্সে চুরি হয়েছে। ১৭জুন বৃহস্পতিবার মধ্যরাতে পৌর বাজারের মেইন গলিতে অবস্থিত দোকানের উপরে চালের টিন কেটে চোরের দল দোকানে ঢুকে পড়ে। চালের উপর দিয়ে দোকানের ভিতরে প্রবেশ করে ডিসপ্লে করা ১৭টি আংটি,৩টি চেইন,১টি কন্ঠ,১টি নেকলেসহ ৭২টি নাকফুল নিয়ে যায় বলে দোকানের মালিক মুত্যুঞ্জয় সরকার জানান। এ সময় দোকানের ক্যাশ বাক্স অরক্ষিত ছিল। কিন্তু দোকানের প্রায় সাড়ে ৫ভরি স্বর্ন চুরি হয়ে যায়। সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকালে কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ইব্রাহীম খলিল সঙ্গীয় ফোর্স নিয়ে দোকানের সিসি ক্যামেরা ,চুরি হওয়ার মালামালের তালিকা সংগ্রহ করেন। তাছাড়া দোকানের ম্যানেজার সুমন,দোকানের দুই কর্মচারী ও বাজারের পাহারাদার ছাদেক উল্লাহকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় বাজার কমিটির সভাপতি জাকির হোনের বাটা,সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ বাজার পরিচালনা সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাজার পরিচালনা সমিতির পক্ষ থেকে চুরির হওয়ার বিষয়টিকে গুরুত্ব দিয়ে মালামাল উদ্বারে জোর তৎপরতা এবং চুরির ঘটনার সাথে সম্পৃক্তদের খুঁজে বের করার চেষ্টা করছেন বলে বাজার পরিচালনা সমিতির সভাপতি জাকির হোনের বাটা জানান।
ছবি: কচুয়া পৌর বাজারের মিতা জুয়েলার্সে টিন কেটে চুরি হওয়া দোকানের একাংশও থানা পুলিশের পরিদর্শনের একাংশ ।