কচুয়ার একমাত্র পত্রিকার এজেন্ট শ্যামলকান্তি ধরের স্ত্রী রেখা রানী ধর (৪৮)
১৬ জুন মঙ্গলবার রাতে নিজ বাড়িতে পরলোক গমন করেন। মৃত্যকালে তিনি স্বামী,১ ছেলে ,২ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ১৭জুন দুপুরে কড়ইয়া গ্রামের ধর বাড়ির শশ্বানে অন্তোষ্টি ক্রিয়া সম্পন্ন হয়। রেখা রানী ধরের মৃত্যুতে তার পরিবার ও কচুয়ার সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আস। কচুয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা শ্যামলকান্তি ধরের একমাত্র ছেলে দৈনিক যায়যায়দিন পত্রিকার কচুয়া প্রতিনিধি শান্ত ধর তাঁর মায়ের আত্মার চির শান্তির জন্যে আত্মীয় স্বজন,শুভাকাংখী সকলের আর্শ্বীবাদ কামনা করেছেন। তার মায়ের মৃত্যুতে কচুয়া প্রেসক্লাব ও কচুয়া বার্তার পক্ষ থেকে সভাপতি মো: আলমগীর তালুকদার শোক প্রকাশ করেছেন।
Leave a Reply