কচুয়ায় ভযাবহ অগ্নিকান্ডে ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোরে উপজেলার বিতারা ইউনিয়নের চাংপুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এতে ছোাট বড় বসত ঘর ও দোকানসহ ১০টি ঘর পুড়ে ছাই হয়েে গছে। জানা গেছে ভোর রাতে তেগুরিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন হাজী রফিকুল ইসলামের গৃহ সংলগ্ন প্লাস্টিকের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়। সংবাদ পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট প্রায় দুঘন্টা ব্যাপি অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। পুড়ে যাওয়া ঘর ও দোকান গুলো হচ্ছে, হাজী রফিকুল ইসলাম পাটওয়ারী ১টি বসতঘর ও ২টি দোকানঘর, দিদার পাটওয়ারী ২টি দোকান, নগদ টাকা ও মালামাল, প্রবাসী দেলোয়ার হোসেনের বসতঘর, ওয়াদুদ মিয়ার প্লাস্টিক দোকান,স্থানীয় ছাত্রলীগের কার্যালয় ।
ক্ষতিগ্রস্থরা জানান অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩০ লক্ষ টাকা। বিতারা ইউনিয়ন পরিষদোর চেয়ারম্যান ইসহাক সিকদার ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা ও সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
ছবি: কচুয়ার ভয়াবহ অগ্নিকান্ডের একাংশ।
Leave a Reply