কচুয়ায় পরিসংখ্যান কর্মকর্তা,দুই স্কুল শিক্ষক,২ পুলিশ সদস্যসহ নতুন করে ৬জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ৩২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। ১৩ জুন শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ জানান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: জয়নাল আবেদিন,দুই পুলিশ কনস্টেবল মো: তৈয়ব আলী, জাফর ইকবাল,পৌরসভার পলাশপুরের স্কুল শিক্ষক একেএম জাহাঙ্গীর হোসেন সুমন,তার স্ত্রী স্কুল শিক্ষিকা শামিমা ইয়াসমিন,আশ্রাফপুরের কৃষি ব্যাংক কর্মকর্তা হোচ্ছাম হায়দারের করোনা পজেটিভ শনাক্ত হয়।
পুলিশের দুই সদস্য থানার পাশে বাসস্থানে আইসোলেশনে রয়েছে, আশ্রাফপুরের নতুন বাজার এলাকার কৃষি ব্যাংক কর্মকর্তা হোচ্ছাম হায়দারের বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ এলাহী সুভাষ লক ডাউন করে দিয়েছে, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: জয়নাল আবেদিন তার গ্রামের বাড়ি হাজীগঞ্জে আইসোলেশনে রয়েছে,পলাশপুরের ফরিদা মঞ্জিলে নিজ বাসায় স্কুল শিক্ষক একেএম জাহাঙ্গীর হোসেন সুমন ও তার স্ত্রী শামিমা ইয়াসমিন আলাদা কক্ষে আইসোলেশনে রয়েছে। অপরদিকে করোনার উপসর্গ নিয়ে কড়ইয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের এনামুল হক এমা মারা যায়। উপজেলা কমিটির তত্বাবধানে বিকেল তার দাফন সম্পন্নহয়। মৃত এনামুলের করোনা শনাক্তের জন্যে নমুনা সংগ্রহ করা হয়েছে।
এ নিয়ে কচুয়ায় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: জয়নাল আবেদিন,নতুন করে দুই পুলিশ কনস্টেবল মো: তৈয়ব আলী, জাফর ইকবাল,পৌরসভার পলাশপুরের স্কুল শিক্ষক একেএম জাহাঙ্গীর হোসেন সুমন,তার স্ত্রী স্কুল শিক্ষিকা শামিমা ইয়াসমিন,আশ্রাফপুরের কৃষি ব্যাংক কর্মকর্তা হোচ্ছাম হায়দার,ইউপি চেয়ারম্যান প্রয়াত হাজী আ: হাই মুন্সি,চেয়ারম্যানের স্ত্রী মমতাজ বেগম, ইউপি সদস্য মো: আলমগীর,তালতলী গ্রামের মোজাম্মেল হক পংকির,আকিয়ারা গ্রামের আবু ছালেহ,পৌরসভার মাছিমপুরের জাহাঙ্গীর মল্লিক, সাংবাদিক রাকিবুল হাসান,পুর্বের ৩ পুলিশ সদস্য, ২ নার্স -আয়া,১মেডিকেল ডেন্টাল টেকনোলজিষ্ট,২ ইউপি সচিব,১ ওষুধ বিক্রেতা, ডুমুরিয়া গ্রামের ফরহানা আক্তার রুনা, ওষুধ কোম্পানীর প্রতিনিধি রিয়াজ,বুধুন্ডা গ্রামের আ: মান্নান,পদুয়া গ্রামের ফেরদৌসী আরা মুক্তা, কোয়াচাঁদপুর গ্রামের মনির হোসেন(৭০),উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম(চাঁদপুরে), মৃত হাফেজ জাকারিয়া সুমন,মৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহদাত হোসেন মানিক,তার মৃত বাবা বাচ্চু মিয়া ও মা ফজিলাতুন নেসা, করোনা পজেটিভ শনাক্ত হয়। কচুয়ায় এ পর্যন্ত ৩২জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ।
তার মধ্যে ৫জন সুস্থ্য হয়ে বাড়িতে অবস্থান করছেনএবং মারা গেছে ৭ জন
অপরদিকে ১২ জুন শুক্রবার গোহট উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য মো: আলমগীর,তালতলী গ্রামের মোজাম্মেল হক পংকির,কড়ইয়া ইউনিয়নের আকিয়ারা গ্রামের আবু ছালেহ,পৌরসভার মাছিমপুরের এনজিও কর্মকর্তা জাহাঙ্গীর মল্লিক ও মেডিক্যাল টেকনোলজিষ্ট(ডেন্টাল) মানিক মজুমদার সোহাগের করোনা পজেটিভ শনাক্ত হয়
।
সংবাদ পেয়ে আবু ছালেহ, মোজাম্মেল হক পংকিরের বাড়ি লকডাউন করে দেওয়া হয়। তাছাড়া মেডিক্যাল টেকনোলজিষ্ট মানিক মজুমদার সোহাগের বাড়ি আগেই লক ডাউন করে দেওয়া হয়েছে, ইউপি সদস্য মো: আলমগীর হোসেন চট্রগামে অবস্থান করছেন ,মাছিমপুর গ্রামের জাহাঙ্গীর মল্লিক চিকিৎসার জন্যে ঢাকা চলে গেছে। ১২ জুন গোহট উত্তর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মনির হোসেন তালতলী গ্রামের মোজাম্মেল হক পংকিরের বাড়ি লক ডাউন করে দিয়েছে। ওই দিন করেনার উপসর্গ নিয়ে গোহট দক্ষিন ইউনিয়নের রাজাপুর গ্রামের মুক্তিযোদ্ধা রুহুল আমিন চাঁদপুর সদর হাসপাতালে মারা যায়।
১২ জুন উপজেলা প্রশাসনের পক্ষে সহকারি কমিশনার(ভ’মি) একি মিত্র চাকমা ইসলামিক ফাউন্ডেশন ও থানা পুলিশের সহায়তায় রাস্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা রুহুল আমিনের দাফন কার্য সম্পন্ন করেন।
Leave a Reply