কচুয়া উপজেলার দৌলতপুর সুন্নিয়া দাখিল মাদ্রসার সম্প্রতি প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফলে শতভাগ সাফল্য অর্জন করেছে। জানাগেছে ৪০জন পরীক্ষার্থী দাখিলে অংশ গ্রহন করে একজন জিপিএ-৫সহ সবাই কৃতকার্য হয়। মাদ্রাসার সুপার আবু ইউসুফ জানান পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার একে.এম.আব্দুল মেতালেব সাহেব দায়িত্বভার গ্রহনের পর মাদ্রাসার অবকাঠামোগত উন্নতি হয়ে নতুন ভবন হয়েছে। একই সাথে শিক্ষকগনও পাঠদানে অনেক বেশী মনযোগী হয়েছে। শিক্ষার্থী ,অভিভাবক ও এলাকাবাসী সবাই সহযোগীতা করেছে। ফলে মাদ্রাসার ফলাফল শতভাগে উন্নীত হয়েছে। আমরা সভাপতির সুনাম ও ছাত্রছাত্রীদের কল্যানে ভবিষ্যতে আরো ভালফলাফল করার জন্যে সবার সহযোগীতা কামনা করছি।
ছবি: দৌলতপুর সুন্নিয়া দাখিল মাদ্রসায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্য রাখছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার একে.এম.আব্দুল মেতালেব (ফাইল ছবি)
Leave a Reply