কচুয়া সদর দক্ষিন ইউনিয়নের ঘাগড়ায় গ্রামে মোটর সাইকেলে চুরি ঘটনাকে কেন্দ্র করে ঘাগড়া গ্রামের আ: মান্নানের ছেলে ইয়াছিনকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। ঘাগড়া গ্রামের আ: মান্নান (মনুমিয়া) জানান বুধবার সকাল নটার সময় ৪/৫জন সন্ত্রাসী দলবল নিয়ে ঘুম থেকে জাগিয়ে তার ছেলে ইয়াছিনকে বাড়ি থেকে মোটর সাইকেলে করে উঠিয়ে ঘাগড়া আড়ংএ নিয়ে বেধরক মারধর করে। সেখান থেকে বড় বাড়ি ও খাল পাড়ে নিয়ে তার ছেলে ইয়াছিনের হাত ও পায়ের নখ প্লাস দিয়ে উপড়ে ফেলা হয় বলে আ: মান্নান মনু মিয়া জানান। খাল পাড় থেকে বাড়ির লোকজন সংজ্ঞাহীন অবস্থায় ইয়াছিনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। সেখানেও তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয় বলে পরিবারের লোকজন জানায়। বর্তমানে ইয়াছিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার পিতা আ: মান্নান সাংবাদিকদের জানান আমরা লোক মুখে শুনেছি ২৮ মে আমাদের গ্রামের ফজলুল হকের ছেলে মুসার একটি মোটর সাইকেল চুরি হয়ে হয়েছে। এ চুরির ঘটনার সম্পর্কে আমার ছেলে ইয়াছিন কিছুই জানেনা। ইয়িাছিনকে বাড়িতে উঠিয়ে নিয়ে প্রকাশ্যে ঘাড়ড়া আড়ং এ মারধর করর পর জোর করে জবানবন্দী নেওয়ার জন্যে আরো তিন জায়গায় নিয়ে বেধে মারধর হয়। মনু মিয়া জানান ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনির হোসেনের ভাই আ: হাই দলবল নিয়ে আমার বাড়িতে এসে ইয়াছিনকে উঠিয়ে নিয়ে সন্দেহজনক ভাবে উঠিয়ে নিয়ে যায়।তিনি প্রশাসনের নিকট এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন।
এদিকে মোটর সাইকেলের মালিক আবু মুসা জানান ২৮ মে ভোর বেলা ঘুম উঠে দেখতে পায় তার ৫লক্ষ টাকা মূল্যের ঢাকা -মেট্রো ল-৪৭-১২৫৫মোটর সাইকেলটি চুরি হয়ে গেছে।মোটর সাইকেলটি চুরি হয়ে যাওয়া মুসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।মোটর সাইকেলটি চুরি হয়েছে তাই কাউকে সন্দেহ করতে পরছিনা । ইয়াছিনকে কারা মারধর করেছে তা আমাদের জানা নেই।
ছবি: চুরি হওয়া মোটর সাইকেল ও সন্ত্রাসীদের হাতে আহত ইয়াছিন।
Leave a Reply