ধর্মীয় ভাবগাম্বির্যের মধ্য দিয়ে কচুয়ার ৭শত৪১টি মসজিদে ঈদের জামায়েতর মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।এই প্রথম কচুয়া উপজেলার ২শত৪৩টি গ্রামের কোথায়ও ঈদগাহ বা খোলা আকাশের নীচে ঈদের জামায়েত অনুষ্ঠিত হয়নি। বৈশ্বিক পরিস্থিতিতে কোভিড-১৯ এর ভয়াবহতায় ধর্ম মন্ত্রনালয়ের নির্দেশনার আলোকে মসজিদে মসজিদ সামাজিক দুরুত্ব ও সুরক্ষা বজায় রেখে ঈদের জামায়েত অনুষ্ঠিত হয়েছে।এবারের ঈদে কাউকেই কোলাকেলি করতে দেখা যায়নি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে মহান রাব্বুল আল আমিনের নিকট বিশেষ দোয়া মুনাজাতের মাধ্যমে ঈদের জমায়েত শেষ হয়। সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি,বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা সম্পাদক ড.সেলিম মাহমুদ, এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো: গোলাম হোসেন ঢাকায় ঈদ পালন করেছেন।কচুয়া উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির নির্বাচনী এলাকা কচুয়ার জগতপুরে নিজ বাড়িতে ঈদের নামাজ আদায় করেছেন।
কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের মধুপুর বায়তুল আমান জামে মসজিদে ঈদের জামায়েত শেষে দোয়া মুনাজাতের একাংশ
।
Leave a Reply