কচুয়ায় পুলিশের এসআই গোলাম মোস্তফার করোনা পজেটিভ শনাক্ত।২২ মে সংবাদটি নিশ্চিত হওয়ার সাথে সাথেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঘোষিত আইসোলেশন ইউনিট এসআই গোলাম মোস্তফাকে ভতি করা হয়েছে। এ নিয়ে কচুয়া করোনা পজেটিভে আক্রান্ত দুই পুলিশ সদস্যের অন্যজন চাঁদপুর পুলিশ লাইনে হোম কোয়ারেন্টাইনে রয়েছে। তাছাড়া সাচার রেনেসা ক্লিনিকে লক ডাউনে আছে সরকারি হাসপাতালের স্টাফ নার্স মর্জিনা বেগম,রেনেসা ক্লিনিকের আয়া তানিয়া বেগমের বাবার বাড়ি নন্দনপুরে ১৩ মে থেকে লকডাউনে রয়েছে, গোহট দক্ষিন ইউনিয়নের সাহারপাড় গ্রামের মৃত আ: রবের ছেলে ফয়েজ আহমেদের বাড়ি ৬ মে বুধবার লকডাউন করা হয়। সাম্প্রতিক সময়ে আবার পরীক্ষা করলে পুনরায় ফয়েজ আহমেদের করোনা পজেটিভ আসে।তাই ফয়েজ আহমেদ এখনও লকডাউনে আছেন।
পক্ষান্তরে ১১ মে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশিরের পিতা ছাইয়েদ আলী মিয়া মারা যায় ।
সন্দেহজনক করোনার উপসর্গ নিয়ে ১৯ মে মারা যাওয়া পালগিরি গ্রামের স্বেচ্ছা সেবকলীগ নেতা মানিক সরকার ও ১৭ মে রবিবার কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামের হাফেজ জাকারিয়া সুমনের করোনার নমুনা সংগহের পর ফলাফল পাওয়া গিয়েছে করোনা পজেটিভ।
Leave a Reply