কচুয়া উপজেলার কাদলা গ্রামের রফিকুল ইসলাম (রবু) (৬৫) জ্বর,সর্দি ও কাশিসহ সন্দেহজনক করোনার উপসর্গ নিয়ে মারা গিয়েছে। এ নিয়ে কচুয়া উপজেলায় করোনার উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩। ২০ মে বুধবার সকালে কচুয়া উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের তত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,থানা পুলিশের মাধ্যমে দাফন কার্য সম্পন্ন হয়।এ সময় কচুয়া উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ডসুপারভাইজার হাসান মজুমদার সহ ১০ সদস্যের উপজেলা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।
ছবি: করোনার উপসর্গ সন্দেহে কাদলায় মৃত ব্যাক্তির জানাজার একাংশ
জানাজার নামাজে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের কেয়ার টেকার মো: শাহজাহান। জানাজায় এলাকার কোন জনগন অংশ গ্রহন করে নাই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সালাউদ্দিন মাহমুদ জানান রফিকুল ইসলামের করোনা শনাক্তের নমুনা সংগ্রহ করা সম্ভভ হয় নাই। করোনা ভাইরাস নিশ্চিত হতে তার স্ত্রীর নমুনা সংগ্রহ করা হবে।তার স্ত্রী ও সন্তানদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।প্রসংগত: ঢাকার কেরানীগঞ্জ এলাকায় কসবাস করত।১৯মে মঙ্গলবার রফিকুল ইসলাম (রবু) করোনার উপসর্গ নিয়ে ঢাকায় মরা যায়।
ছবি: করোনার উপসর্গ সন্দেহে কাদলায় মৃত ব্যাক্তির জানাজার একাংশ
Leave a Reply