করোনা ভাইরাস ঝুঁকি মোকাবেলায় কচুয়া উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।এ উপলক্ষে ১৮ মে সেমাবার কচুয়া থানা পুলিশ সকাল থেকে তৎপর হয়ে উঠে। কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহীম খলিল সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর বাজারে সকল দোকান পাট, মার্কেট বন্ধ করে দিয়েছে। মাইকিং করে জনগনকে ঘরে থাকার আহবান জনান।লকডাউন চলাকালে সকল ধরণের গণ পরিবহন, জনসমাগম পূর্বের ন্যায় বন্ধ রয়েছে। তবে জরুরী পরিসেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে।সবাইকে জনস্বার্থে ঘরে থাকার আহবান জানান। জরুরী কাজে ব্যবহার ব্যাতিত সকল প্রকার ,রিক্সা,আটোরিক্সা,সিএনজি রাস্তায় নিষিদ্ধ থাকবে বলে জনান হয়।
ছবি: কচুয়া পৌর বাজারে লক ডাউনের একাংশ
Leave a Reply