কচুয়ার সাচার পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ১৭ মে রবিবার সাচার পুলিশ ফাঁড়ির এক কনস্টেবলের করোনা পজেটিভের তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সালাউদ্দিন মাহমুমদ। ওই পািলশ সদস্য ১৩ মে করোনা শনাক্তের জন্যে তার নমুনা কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়েছেন। বর্তমানে ওই পুলিশ সদস্য চাঁদপুর পুলিশ লাইনে হোম কোয়ারেন্টাইনে রয়েছে বলে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু হানিফ জানান।
তাছাড়া কচুয়া উপজেলায় ৭ মে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মর্জিনা বেগমের করোনা পজিটিভ শনাক্ত হয় ; ওই স্টাফ নার্স সাচার রেনেসা রেনেসা ক্লিনিকে বসবাস করায় তার বাসস্থান ওই ক্লিনিক লক ডাউন করে দেওয়া হয়। তিনি ওই ক্লিনিকে চাকুরী করতেন বলে ও এলাকাবাসী জানান। একই ক্লিনিকের আয়া তাহমিনা বেগমের ১৪ মে বৃহস্পতিবার করোনা শনাক্ত হলে তার পিতার বাড়ি পশ্চিম সহদেবপুর ইউনিয়নের নন্দনপুর বড় বাড়ি লক ডাউন করে দেওয়া হয়। এ নিয়ে কচুয়া উপজেলার সাচার এলকায় তিনজন করোনা পজিটিভ রোগী শনাক্ত হল। কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা গেছে এ পর্যন্ত ৬৮ জনের করোনা শনাকের জন্যে নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে ১৭ মে পর্যন্ত তিন জনের কোভিড -১৯ পজেটিভ পাওয়া গেছে।
Leave a Reply