কচুয়া উপজেলার কাদলা ইউনিয়ন ছাত্রলীগ কৃষকের ধান কেটে মাড়াই করে দিয়েছে।১৭ মে রবিবার উপজেলার কাদলা ইউনিয়নের মহদ্দিরবাগ গ্রামে অসহায় কৃষক মোঃ হাছানাত মিয়ার ২৮ শতাংশ জমির ধান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইঞ্জিঃ মোঃ জহিরুল ইসলাম এর উদ্যোগে কেটে মাড়াই করে দিয়েছে। এ সময় ধান কাটা কমসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মোঃ ইমাম হোসেন, সহ-সম্পাদক মাহবুব বেপারী,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাফি কামাল, সজীব হাছান, বাবু আহমেদ। ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ রায়হান, ৫নং ওয়ার্ড সভাপতি উজ্জ্বল, সাধারণ সম্পাদক সাকিব,যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ৬নং ওয়ার্ড সভাপতি আহাদ ও সাধারণ সম্পাদক আলামিন, ছাত্রলীগ নেতা রনি, নাছির,আলামিন,শাকিল, রনি, প্রমুখ। কাদলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইঞ্জিঃ মোঃ জহিরুল ইসলাম বলেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৈশ্বিক পরিস্থিতিতে উপজেলা ছাত্রলীগের পাশাপশি ইউনিয়ন পর্যায়ে আমরা কৃষকের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।
ছবি: কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নে ছাত্রলীগের ধান কাটার একাংশ
Leave a Reply