চাঁদপুরের কচুয়ার রেনেসা মেডিকেল সেন্টারের নার্স ও আয়া করোনা ভাইরাস কোবিড-১৯ এ আক্রান্ত হয়েছে। ১৪ মে বৃহস্পতিবার বেসরকারি হাসপাতাল সাচার বাজারের রেনেসাঁ মেডিকেল সেন্টারের আয়া তানিয়া বেগমের করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সালাউদ্দিন মাহমুদ। সাথেই কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ,সহকার ভ’মি একিমিত্র চাকমা ক্লিনিকের আয়া তানিয়া বেগমের বাসস্থান তার বাবার বাড়ি উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের নন্দনপুর বড় বাড়ি লকডাউন করে দিয়েছে। লকডাউনের সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম¥দ মাহবুব উল আলম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আশেকুর রহমান,কচুয়া থানার এসআই আনোয়ার হোসেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়াবার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার ,সাধারন সম্পাদক আরিফুল ইসলাম দিপু উপস্থিত ছিলেন।
কচুয়ার নন্দনপুর তানিয়ার বাসস্থানের লকডাউনের একাংশ।
৭ মে বৃস্পতিবার একই ক্লিনিকের সিনিয়র স্টাফ নার্স মর্জিনা বেগমের ( যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ও সিনিয়র স্টাফ নার্স) করোনা পজেটিভ ধরা পড়লে তার বাসস্থান রেনেসা মেডিকেল সেন্টারটি লকডাউন করে দেওয়া হয়। এ নিয়ে কচুয়া উপজেলায় দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে,যে দুজন একই ক্লিনিক সাচার রেনেসাঁ মেডিকেলে কর্মরত। ওই বেসরকারি ক্লিনিকটি লকডাউন করা হলেও যথাযথভাবে কার্যকর হচ্ছেনা বলে স্থানীয়রা জানান। তাছাড়া ওই মেডিকেল সেন্টারের গলির মুখ থেকে ক্লিনিক পর্যন্ত লক ডাউন করা হলেও গলির মুখের লাল পতাকা সরিয়ে সকল দোকান খোলা রাখা হয়েছে।জনগগনকে অবাধে চলফেরা করতে দেখা গেছে।
কচুয়ার নন্দনপুর তানিয়ার বাসস্থানের লকডাউনের একাংশ।
Leave a Reply