বৈশ্বিক পরিস্থিতিতে করোনা ভাইরাস কোবিড-১৯ এর প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে কচুয়া থানায় জীবানুনাশক ট্যানেল স্থাপন করা হয়েছে। কচুয়া থানায় কর্মরত সকল পুলিশ সদস্য ও থানায় সেবা পেতে আসা জনগনকে জাবনুমুক্ত রাখতে ১২ মে মঙ্গলবার সেন্সারযুক্ত ট্যানেল স্থাপন করা হয়েছে। কচুয়া থানার অফিসার ইনচার্জ মো: ওয়ালী উল্লাহ জানান উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে জীবানুনাশক ট্যানেল স্থাপন করা হয়েছে।
ছবি: কচুয়া থানায় স্থাপিত ট্যানেলের একাংশ।
কচুয়া থানার প্রবেশ দ্বারে স্থাপিত ট্যানেলের ভিতর কোন ব্যাক্তি প্রবেশ করলে কম সময়ে স্বয়ক্রিয়ভাবে ট্যানেলে প্রবেশরত ব্যাক্তির শরীরে জবিানুনাশক স্প্রে ওই ব্যাক্তিকে জীবনুমুক্ত করবে। আশা করছি এ সেবার মাধ্যমে সকল পুলিশ সদস্য কোবিড-১৯এর ভয়াবহতা থেকে রক্ষা পাবে। পাশাপাশি সেবা পেতে আসা জনগনও থানায় প্রবেশকরলে জীবনুমুক্ত হবে।
ছবি: কচুয়া থানায় স্থাপিত ট্যানেলের একাংশ।
Leave a Reply