কচুয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি,জাতীয় স্মরন মঞ্চের সভাপতি ঢাকায় মসজিদের খতিবদের মাঝে পিপিই ও মাস্ক বিতরণ করেছেন।৮ মে শুক্রবার জুমার নামাজ আদায় শেষে কচুয়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার আহম মনিরুজ্জামান দেওয়ান মানিক গুলশান -২ মসজিদের খতিব মাওলানা আনোয়ারুল হকের হাতে গুলশান ,বারিধারা এলাকার ১১টি মসজিদের খতিবদের জন্যে পিপিই ও মাস্ক তুলে দেন । ইঞ্জিনিয়ার আহম মনিরুজ্জামান দেওয়ান মানিক সম্প্রতি করেনা ভাইরাস কোবিড ১৯ এ জীবানের ঝুঁকি নিয়ে কাজ করার অনুপ্রেরানা যোগাতে তাঁর নির্বাচনী এলাকা চাঁদপুর জেলার কচুয়ায় পুলিশ ,সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মাঝে পিপিই,মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করেন।
ছবি: কচুয়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার আহম মনিরুজ্জামান দেওয়ান গুলশান -২ মসজিদের খতিব মাওলানা আনোয়ারুল হকের হাতে পিপিই তুলে দিচ্ছেন।
Leave a Reply