করোনা ভাইরাস শনাক্তে পজিটিভ রোগী মজিবুর রহমানের বাড়ি কচুয়ার আকানিয়া লকডাউন করে দেওয়া হয়েছে।১২মে মঙ্গলবার সকালে উপজেলার কড়ইয়া ইউনিয়নের আকানিয়া নাছিরপুর গ্রামের মৃত মান্নান মাষ্টারের ছেলে মজিবুর রহমান করোনা ভাইরাস কোভিড-১৯ আক্রান্ত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজে ৫/৬দিন চিকিৎসাধীন থাকার পর ১১ মে সোমবার রাতে তার গ্রামের বাড়িতে আসে। ১২ মে মঙ্গলবার সংবাদ পেয়ে কচুয়া থানার ওসি ওয়ারী উল্লাহ নির্দেশে এসআই তাজুল ইসলাম মজিবুর রহমানের বাড়ি লকডাউন করে দিয়েছে। ইউপি চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল জানান ৫/৬দিন কুমিল্লায় মজিবুর রহমানের করোনা পজেটিভ ধরা পড়লে মজিবুর রহমান ্ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।তার স্ত্রী তিন সন্তানদেরকে ভাড়াটিয়া বাড়িতে থকতে না দেওয়া পরিবার পরিজন নিয়ে সে বাড়িতে চলে আসে। থানা পুলিশ তার পরিবারকে এক বিল্ডং এ রেখ লকডাউন করে দিয়েছে।
Leave a Reply