বৈশ্বিক পরিস্থিতিতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হতদরিদ্রদের মাঝে ১০ টাকা মুল্যের চাল বিক্রি শুরু হয়েছে। কচুয়া পৌর এলকার ৯টি ওয়ার্ডের উপকারভোগী কার্ডধারী হতদরিদ্র জনপ্রতি ২০ কেজি করে চাল বিক্রি পাবে । ১২ মে মঙ্গলবার ওএমএস ডিলার মো: সিরাজুল ইসলাম, জাহিদুল ইসলাম ও সাদেক মুন্সি ১২ মে:টন করে চাল খাদ্য গুদাম থেকে উত্তোলন করেছে। সমগ্র পৌর এলাকয় ১হাজার ৮শত জন কার্ডধারী পরিবার ১০টাকা মূল্যে চাল ক্রয় করতে পারবে। ডিলার সিরাজুল ইসলাম কচুয়া ধান বাজারে, জাহিদুল ইসলাম উত্তর বাজারে ও সাদেক মুন্সি পলাশপুর এলাকায় চাল বিক্রি শুরু করেছে। এ সময় ডিলারগন কার্ডধারীদের সামাজিক দুরুত্ব বজায় রেখে চাল বিক্রি করতে হিমশিম খেতে দেখা গেছে। চাল বিক্রি করার সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: শাখাওয়াত হোসেন,তদারকী কর্মকর্তা উপসহকারি কৃষি কর্মকর্তা শিবুলাল সাহা,লিটন দত্ত,টিটু মোহন সরকার ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর গন উপস্থিত ছিলেন।
Leave a Reply